করোনা ভাইরাস সমগ্র বিশ্বকে সংকুচিত করলেও বাংলাদেশ রয়েছে তার বাইরে। জাতি হিসেবে আমরা অনেক আগেই দুঃসাহসী বীর খেতাব লাভ করেছি। ১৯৫২, ১৯৭১এ তার প্রমান দিয়েছি লক্ষ জনতার রক্ত, জীবন এবং সম্ভ্রমের মাধ্যমে। সবশেষে ২০২০ সালে বিশ্ব কাপানো করোনা ভাইরাসও আমাদের এতটুকু কাবু করতে পারেনি। আমরা ছিলাম আছি থাকবো এবং বিশ্বদরবারে মাথা উঁচু করে বাঁচবো ইনশাল্লাহ। জাতি হিসেবে আমরা খুব একটা সচেতন না হলেও ভীত নই। আমাদের রয়েছে বিশাল মনোবল। যে কারনে সব শত্রুই আমাদের কাছে একটা সময়ে পরাস্ত হতে বাধ্য হয়। তবে তার পূর্বে আমাদের হারাতে হয় অনেক কিছু। ইতিমধ্যে করোনার মোকাবেলা করতে যেয়ে হারিয়েছি বেশকিছু মূল্যবান জীবন। আরো নাজানি কতজনকে হারাতে হবে। তার মধ্যে রয়েছে ডাক্তার, পুলিশ, সাংবাদিকসহ আরো অনেকে। যাদের আমরা করোনা যোদ্ধা হিসেবে খেতাব দিয়ে যুগযুগ ধরে স্মরণ করবো। যারা এখন অনেকেই করোনা সংক্রমণের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে তারাও একটা সময়ে করোনাযোদ্ধার তালিকায় ভুয়া নাম লিখিয়ে করোনাযোদ্ধা খেতাব লাভ করবে। বর্তমানে যেমন দেখা যাচ্ছে মুক্তিযুদ্ধ না করেও অনেকেই নির্লজ্জের মত বীর মুক্তিযোদ্ধা খেতাব নিয়ে সরকারি অনুদান গ্রহন করে দিব্বি ভালো আছে। অথচ প্রকৃত মুক্তিযোদ্ধারা এখনো অনেকেই রয়েছে সে তালিকার বাইরে। সেকারনে এখন থেকেই আমাদের করোনাযোদ্ধাদের একটি স্বচ্ছ তালিকা প্রণয়ন করা আবশ্যক। তাহলে কেবল ভবিষ্যতে কোনো কেলেঙ্কারি নতুন করে জাতিকে স্পর্শ করতে পারবেনা।