শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
খুলনায় বিশ্ব এইডস দিবস পালিত জবি’র উপাচার্য প্রফেসর ড. সাদেকা হালিমকে খুবি উপাচার্যের অভিনন্দন সবার মাঝে দেশের উন্নয়নে কাজ করার মানসিকতা থাকা দরকার- মোংলায় সিটি মেয়র খুলনা-৫ আসনে ৭ জন প্রার্থীর মনোনয়ন পত্র জমা ডুমুরিয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ ধান বিতরণ খুলনা-৬ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রশীদুজ্জামানের মনোনয়ন জমা খুলনা-৫ আসনে আ.লীগ মনোনিত প্রার্থীর মনোনয়ন পত্র জমা প্রদান খুলন-৬ আসনে(কয়রা-পাইকগাছা) ১৩ দফা অ‌ঙ্গিকার নি‌য়ে নির্বাচনী মা‌ঠে নেওয়াজ মোর‌শেদ ডুমুরিয়ার থুকড়া ইয়ং বয়েজ ক্লাব কে ডা.দীন মোহাম্মদ খোকার জার্সি প্রদান চন্ডিপুরে দুর্যোগ ঝুকি হ্রাস অগ্রগতি মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত

শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশে খেলাধুলার প্রতি যত্নবান হতে হবে-কেসিসি মেয়র

Reporter Name
  • আপডেট টাইম মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ৭৫ জন সংবাদটি পড়েছেন

 

খুলনা প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব-১৭) এর খুলনা জেলা ও মহানগর পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আজ (মঙ্গলবার) সকালে খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশে খেলাধুলার প্রতি যত্নবান হতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রীড়াবান্ধব। ফুটবল আমাদের জনপ্রিয় খেলা ছিলো। এ ঐতিহ্যবাহী খেলা একসময়ে হারিয়ে যেতে বসেছিলো। ২০০৯ সালে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ফুটবল খেলার প্রতি বেশি নজর দেন। প্রধানমন্ত্রী খেলাধুলার প্রতি নজর দেওয়ার কারণে ক্রীড়ার মান বৃদ্ধি পেয়েছে। শিক্ষার্থীদের সৃষ্টিশীল ও মননশীল করে গড়ে তুলতে হলে সামাজিক কর্মকান্ডে তাদের বেশি সম্পৃক্ত করা প্রয়োজন। তিনি বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ উন্নয়নের জন্য শিক্ষা যেমন প্রয়োজন, তেমনি খেলাধুলার সমান গুরুত্ব রয়েছে। আগামী প্রজন্মকে খেলাধুলায় উৎসাহ দিতে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জীবনী জানার জন্যই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে খুলনা ও বরিশাল বিভাগের জাতীয় ক্রীড়া পরিষদের উপপরিচালক মোঃ আবুল হোসেন হাওলাদার, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হালিমা ইসলাম, খুলনা মহিলা বিষয়ক দপ্তরের উপপরিচালক হাসনা হেনা, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ মোস্তাক উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার মোঃ বকতিয়ার গাজী। ক্রীড়া পরিদপ্তরের সহযোগিতায় খুলনা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

উল্লেখ্য, জেলা পর্যায়ে ছয় দিনব্যাপী এই টুর্নামেন্টে ১৩টি বালক এবং ১৩টি বালিকা দল এই খেলায় অংশগ্রহণ করবে।

সংবাদটি শেয়ার করুন : ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরো সংবাদ

বর্তমান ভিজিটর

Total Visitors
2495151
298
Visitors Today
156
Live visitors
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি রাইট বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Hwowlljksf788wf-Iu