শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
খুলনায় বিশ্ব এইডস দিবস পালিত জবি’র উপাচার্য প্রফেসর ড. সাদেকা হালিমকে খুবি উপাচার্যের অভিনন্দন সবার মাঝে দেশের উন্নয়নে কাজ করার মানসিকতা থাকা দরকার- মোংলায় সিটি মেয়র খুলনা-৫ আসনে ৭ জন প্রার্থীর মনোনয়ন পত্র জমা ডুমুরিয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ ধান বিতরণ খুলনা-৬ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রশীদুজ্জামানের মনোনয়ন জমা খুলনা-৫ আসনে আ.লীগ মনোনিত প্রার্থীর মনোনয়ন পত্র জমা প্রদান খুলন-৬ আসনে(কয়রা-পাইকগাছা) ১৩ দফা অ‌ঙ্গিকার নি‌য়ে নির্বাচনী মা‌ঠে নেওয়াজ মোর‌শেদ ডুমুরিয়ার থুকড়া ইয়ং বয়েজ ক্লাব কে ডা.দীন মোহাম্মদ খোকার জার্সি প্রদান চন্ডিপুরে দুর্যোগ ঝুকি হ্রাস অগ্রগতি মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত

শ্যামনগরের পল্লী বিদুৎ ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে ডিজাইনের বাইরে খুঁটি পোতার অভিযোগ

Reporter Name
  • আপডেট টাইম সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৪২২ জন সংবাদটি পড়েছেন
রাকিবুল হাসানঃ শ্যামনগর উপজেলার মানিকখালী গ্রামে আবুল হোসেনের পুত্র হুমায়ুন কবিরের বাড়ির উপর দিয়ে ডিজাইনের বাইরে বিদ্যুৎ লাইনের খুঁটি পুতে ও বিদ্যুৎ সংযোগ দেওয়ার অভিযোগ উঠেছে পল্লী বিদ্যুতের ইঞ্জিনিয়ার আলিমুর রহমানের বিরুদ্ধে।
এ ঘটনায় হুমায়ুন কবির পল্লি বিদ্যুতের চেয়ারম্যান, জেনারেল ম্যানেজার, পাটকেলঘাটা ও ডিপুটি জেনারেল ম্যানেজার শ্যামনগর, সাতক্ষীরার নিকটে লিখিত অভিযোগ করেছেন।
জানা যায়, পল্লী বিদ্যুতের অনিয়মের বিরুদ্ধে হুমায়ুন কবির ইমেল যোগে ও মোবাইল ফোনে গত ২৪ সেপ্টেম্বর অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে রবিবার ঘটনাস্থলে তদন্তে আসেন ইঞ্জিনিয়ার আলিমুর রহমান। ইঞ্জিনিয়র ঘটনাস্থলে এসে শোনা বোঝার আগেই অভিযোগকারীর সাথে খারাপ ব্যবহারসহ বাজে ভাষা ব্যবহার করেন। তখন ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিক ও সাধারণ মানুষ তার কথার প্রতিবাদ করে তাকে ঘটনাটি দেখার কথা বললে, তিনি দেখে বলেন খুঁটি পোতার সময় নিষেধ করেননি কেন? খুঁটি পোতার সময় নিষেধ করা হয়েছে বললে তিনি বলেন, আমার কিছু করার নেই। আপনারা লিখিত অভিযোগ করেন। লিখিত অভিযোগ করা হয়েছে বললে তিনি বলেন, দেখেন কি ব্যবস্থা হয়। রাস্তার পাশে পল্লি বিদ্যুতের খুঁটি রাস্তার ঢালুতে পোতা হয়। এখানে রাস্তার ঢালুতে ডিজাইন থাকলেও উদ্দেশ্য প্রণোদিতভাবে হুমায়ুন কবিরের সীমানার ৩-৪ হাত ভিতরে এসে ৩টি খুঁটি পুতে তার প্রায় ১০ শতক জায়গা নষ্ট করা হয়েছে বলে দেখা যায়।

এ বিষয়ে মো: হুমায়ুন কবির বলেন, আমি সাংবাদিক। আমার বাড়ির পাশ দিয়ে জনৈক কুতুবজ্জামানের বাড়িতে বিদ্যুৎ লাইন দেওয়ার জন্য গত ২৩-০৯-২০২১ তারিখ আমার রেকর্ডীয় জমিতে জোরপূর্বক খুঁটি পুতেছে। আমি পত্রিকার কাজে ঢাকাতে থাকায় আমার কর্মচারী নিষেধ করলেও শোনেননি। পাশে সরকারি রাস্তার স্লোভ থাকতে আমার বাড়ির সীমানার তিন হাত ভিতরে এসে খুঁটি পুতে বিদ্যুৎ সংযোগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়া হলে আমি চরমভাবে ক্ষতিগ্রস্ত হব। ইঞ্জিনিয়ার তদন্তে এসে উল্টো আমার সাথে খারাপ ব্যবহার করেন।

ঘটনার বিষয়ে পল্লী বিদ্যুৎ শ্যামনগর জোনাল ম্যানেজারের কাছে জানতে চাইলে তিনি বলেন, আপনারা অভিযোগ করেছেন। বিষয়টা আমি শুনে দেখবো এবং অফিসে আসেন সামনা সামনি বসে কথা বলব।

সংবাদটি শেয়ার করুন : ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরো সংবাদ

বর্তমান ভিজিটর

Total Visitors
2494884
31
Visitors Today
206
Live visitors
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি রাইট বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Hwowlljksf788wf-Iu