সোনালী ডেক্সঃ পঁচা শামুক কিংবা চপেটাঘাত হিসেবে একটা চরিত্র আজ বিশ্বব্যাপী আলোচিত-সমালোচিত।
পারিপার্শ্বিক পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রেখে একটা বিশাল জনগোষ্ঠী আশরাফুল আলম ওরফে হিরো আলমকে নিয়ে সমালোচনায় মেতেছে। একইসাথে বগুড়ার কাহালু ও নন্দীগ্রাম থেকে গুলশানের অভিজাত এলাকায় হানা দিয়েছে হিরো আলমের জনপ্রিয়তার ধনুক।
চার পাঁচ স্তরের নিরাপত্তার চাঁদর ছিন্নভিন্ন করে হিরো আলম টক্কর দিয়েছে। হিরো আলম একটি আলোচিত চরিত্র। গেল কয়েক বছরে রুচির দুর্ভিক্ষে ভুগতে থাকা ফুটফুটে সুন্দরের সাথে লড়াইয়ে বীর দর্পে টিকে গেছে সে। নোংরা জ্ঞানহীন কার্যকলাপ থেকে শুরু করে বর্তমান বিশ্ব বিবেকে টনক নাড়ানোর পুরোটাই তার কৃতিত্ব। নেট দুনিয়ায় আপনাদের মত ভক্ত দর্শকের সমর্থনেই তার এ উত্থান। হিরো আলমের আজকের অস্থানের জন্য আপনার ক্রেডিট-ডিসক্রেডিট দুটোই রয়েছে।
অদম্য হিরো আলমকে যখন কাউন্ট করার প্রয়োজন ছিলো তখন করেননি বলেই আজ আপনি কাউন্ট করতে বাধ্য। আপনি আজ কথা বলা শুরু করলেন হিরো আলমের বিরুদ্ধে অথচ আপনার যখন সত্যিই সমাজের অন্যায় অনিয়ম নিয়ে কথা বলার দরকার ছিলো বা আছে তখন আপনি চুপ!! এই নিরবতাই হিরো আলম তৈরি করেছে। প্রতিদ্বন্দ্বিতার মাঠ ফাঁকা থাকলে কলা গাছেও গোল দেয়ার চেষ্টা করবে এটাই তো স্বাভাবিক। মাঠ ফাঁকা অথচ কাউকে খেলতে দিবেন না তাকি হয়!!!
পৃথিবীতে আপনার আর হিরো আলমের অধিকার সমান। আপনি ভীরু কাপুরুষ(নারীদের কি বলে আমার জানা নেই) তাই বলে কেউ কি এগিয়ে যাবে না? লোকটা তো চোর চোট্টা না। দুর্নীতি করে দেশের সম্পদ লুটছে না। মানিলন্ডারিং বা অর্থপাচারকারীদের নিয়ে তো সবাই মুখে কুলুপ এটে বসে আছেন। আপনি যেখানে আছেন তার চারপাশে তাকিয়ে দেখেন কত অন্যায়। কই সাহস করে তো একদিনও প্রতিবাদ করছে না। কেবল আতে ঘা লাগলে একটু আধটু চিৎকার মারেন।
চোর বাটপাররাও হিরো আলমকে নিয়ে হাসাহাসি ফেলে দিছে । অথচ এরাই প্রতিদিন হিরো আলমের আপডেট রাখে। সব গণমাধ্যমের ডিজিটাল আয়ের অন্যতম খোরাক হিরো আলম!!! নিন্দিত হিরো আলমকে দিয়ে যে পয়সাগুলো আয় করছেন তা জায়েজ হবে তো !! সুতরাং নিন্দা নয় নিজে কিছু করে নন্দিত হউন…
মনে রাখবেন উচ্চ শিক্ষিতদের নিয়ে খুব একটা গবেষনা নাহলেও স্বল্প শিক্ষিতদের নিয়ে গবেষনার যেনো শেষ নেই।