নিজস্ব প্রতিবেদকঃ এক সাংবাদিককে ফাসাতে যেয়ে দুই সাংবাদিক ফেসে যাওয়ার চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে সিলেটে। এ ঘটনায় সিলেটের সাংবাদিক মহলে চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এঘটনায় সিলেট শাহপরান থানায় উভয় পক্ষ অভিযোগ দাক্ষিল করেছে।
ঘটনার বিবরনে জানা যায় সাংবাদিক মোহনকে ফাঁসানোর জন্য সিলেট জেলার এশিয়ান টিভির ক্যামেরা পার্সন বদরুর রহমান বাবর ও মোঃ নাদিম আহমদ থানায় মিথ্যা অভিযোগ দায়ের করে। সেই অভিযোগকে সত্য প্রমান করার জন্য গত ২৮ আগষ্ট সৈয়দা কবিরুন নেছা (৩৭) এর বাসায় গিয়ে২০ হাজার টাকার প্রলোভন দেখিয়ে সাংবাদিক মোহনের নামে মিথ্যা নারী নির্যাতন মামলা দায়ের করার জন্য চাপ দেয়।
কবিরুন্নেছা মামলা করতে রাজী না হওয়ায় বদরুর রহমান বাবর কবিরুন নেছা কে উদ্দেশ্য করে বলেন তুমি মামলা না করলে আমার টাকা আছে মহিলা পুরুষ সব আছে। তবে জেনে রাখো আমার জানের দুশমন মোহনের পেছনে আমার সকল সম্পদ ঢেলে দিবো। আর এই কথা যদি তুমি মোহন কে বলো – তাহলে তুমার ও মোহনের মতো একই অবস্থা হবে, আমি বাবর কে সারা সিলেটের মানুষ চিনে একনামে। পরবর্তীতে সৈয়দা কবিরুন নেছা সাংবাদিক মোহনের সাথে যোগাযোগ করেন এবিষয় অবগত করার জন্য। তখন কবিরুন নেছা জানতে পারেন – সাংবাদিক মোহন আহমেদ গত ২৮ তারিখে বদরুর রহমান বাবরের বিরুদ্ধে সিলেট শাহপরান থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। এর আগে পুর্ব শত্রুতার জের ধরে সিলেট কোতোয়ালী থানায় একটি মিথ্যা অভিযোগ দায়ের করান বাবর।
এসমস্ত বিষয় শুনে নিজের জানমাল হেফাজতের জন্য সৈয়দা কবিরুন নেছা ০৪/০৯/২০২১ ইং তারিখে সাধারণ ডায়েরি করেন শাহপরান রঃ থানায় -সাধারণ ডায়েরি নং (১৯৪)