প্রশিক্ষনে সার্বিক দায়িত্ব পালন করেন প্রতিবেশ এ্যাকটিভিটি প্রকল্পের মোঃ শাহিন ইসলাম। গতকাল ২০ জুলাই বিকাল ৪ টায় সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিবেশ এ্যাকটিভিটি প্রকল্পের কয়রা-দাকোপ সাইট অফিসার মোঃ আলাউদ্দিন।
এতে বক্তব্য রাখেন কয়রা টহল ফঁাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, বজবজা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সুরেশ চন্দ্র মিস্ত্রী, দাকোপ-কয়রা সহ-ব্যবস্থাপনা কমিটির ট্রেজারার মোঃ রিয়াছাদ আলী, সিপিজি সদস্য সাইফুল ইসলাম,বিল্যাল হেসেন, রাফেজা খাতুন প্রমুখ।
প্রশিক্ষনে সুন্দরবনে ডিউটি করার সময় বন কর্মী ও সিপিজি সদস্যরা কোন রকম দুর্ঘটনার শিকার হয় কিংবা বিপদাপন্ন টহল অবস্থায় কিভাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করতে হবে তার উপর প্রশিক্ষন গ্রহন করেন প্রশিক্ষনে উপস্থিত সদস্যরা।