শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
খুলনায় বিশ্ব এইডস দিবস পালিত জবি’র উপাচার্য প্রফেসর ড. সাদেকা হালিমকে খুবি উপাচার্যের অভিনন্দন সবার মাঝে দেশের উন্নয়নে কাজ করার মানসিকতা থাকা দরকার- মোংলায় সিটি মেয়র খুলনা-৫ আসনে ৭ জন প্রার্থীর মনোনয়ন পত্র জমা ডুমুরিয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ ধান বিতরণ খুলনা-৬ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রশীদুজ্জামানের মনোনয়ন জমা খুলনা-৫ আসনে আ.লীগ মনোনিত প্রার্থীর মনোনয়ন পত্র জমা প্রদান খুলন-৬ আসনে(কয়রা-পাইকগাছা) ১৩ দফা অ‌ঙ্গিকার নি‌য়ে নির্বাচনী মা‌ঠে নেওয়াজ মোর‌শেদ ডুমুরিয়ার থুকড়া ইয়ং বয়েজ ক্লাব কে ডা.দীন মোহাম্মদ খোকার জার্সি প্রদান চন্ডিপুরে দুর্যোগ ঝুকি হ্রাস অগ্রগতি মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত

সুুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পানির চরম সংকট! দুর্ভোগে রোগিরা

Reporter Name
  • আপডেট টাইম সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ১১৯ জন সংবাদটি পড়েছেন

সফিকুল ইসলাম রাজা, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গত চার দিন থেকে গাইবান্ধার সুুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পানির পাম্প নষ্ট হওয়ায় কমপ্লেক্সে তীব্র পানি সংকট দেখা দিয়েছে। রোগির স্বজনরা বাহির থেকে পানি নিয়ে এসে প্রয়োজনীয় চাহিদা পুরণ করছে।

শুক্রবার পানির পাম্পটি বিকল হয়ে পড়ে অথচ কর্তৃপক্ষ নিবর ভুমিকা পালন করছে। যার কারণে চরম বিপাকে এবং ভোগান্তিতে পড়েছে রোগিসহ অন্যান্য সুবিধাভোগিরা।

জানা গেছে, ৩০ শয্যা নিয়ে ১৯৮২ কমপ্লেক্সটি চালু হয়। ২০১৫ সালে ৫০ শয্যায় উন্নীত করা হয়। কাগজ কলমে কমপ্লেক্সের মান বৃদ্ধি পেলেও বাস্তবে কমপ্লেক্সটির সেবার মান নিম্নমুখি হয়ে পড়েছে। জরাজীর্ণ পানির লাইনে চলে আসছে কমপ্লেক্সের কার্যক্রম। কমপ্লেক্সে ভর্তি হওয়া রোগী, তাদের স্বজন ও চিকিৎসকরা পাম্পের পানি দিয়ে তাদের প্রয়োজনীয় কাজ সারতেন। বর্তমানে চারদিন থেকে পাম্প বন্ধ থাকায় চরম ভোগান্তি দেখা দিয়েছে।

কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা আনারুল ইসলাম নামে এক রোগী জানান, পানি না থাকায় চরম বিপাকে পড়েছি। বালতি অথবা বোতলে করে টিউবয়েল থেকে পানি এনে তা দিয়ে প্রয়োজনীয় কাজ সারতে হচ্ছে। এটা অনেক কষ্টের।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সায়্যিদ মুহাম্মদ আমরুল্লাহ জানান, পানির পাম্পে সমস্যার বিষয়টি তাৎক্ষণিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করছি ২ থেকে ৩ দিনের মধ্যে সমাধান হয়ে যাবে।

গাইবান্ধা জেলা স্বাস্থ্য প্রকৌশলী বিভাগের (এইচইডি) সহকারী প্রকৌশলী এরশাদুল হক জানান, বিষয়টি জানতে পেয়ে অফিসের মেকানিক পাঠিয়ে প্রাথমিকভাবে পরীক্ষা নিরিক্ষা করে দেখা গেছে, মাটির ৪৫০ ফিট নিচে পাম্পের ত্রুতি দেখা দিয়েছে। বিকল্প পদ্ধতিতে পানির ব্যবস্থা করা হচ্ছে। পাম্পের কাজ করতে ৪ থেকে ৫ দিন সময় লাগতে পারে ৷

সংবাদটি শেয়ার করুন : ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরো সংবাদ

বর্তমান ভিজিটর

Total Visitors
2494924
71
Visitors Today
197
Live visitors
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি রাইট বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Hwowlljksf788wf-Iu