প্রেসবিজ্ঞপ্তিঃ আজ (৪ নভেম্বর ২০২৩/শনিবার) সড়ক দূর্ঘটনায় নিহত উন্নয়ন কর্মী ‘নাসিম রহমান কিরণ’ (৪৫) এর আকর্ষিক প্রয়ণে ক্লিন (উপকূলীয় জিবনযাত্রা এবং পরিবেশ বিষয়ক কর্মজোট) সংগঠনের আয়োজনে খুলনাতে এক শ্মরণ সভা অনুষ্ঠিত হয়।
গত বৃহস্পতিবার দিনগত রাতে (৩ নভেম্বর) খুলনা-মাওয়া মহাসড়কে মোটর সাইকেল চালনারত অবস্থায় আকর্ষিক এক সড়ক দূর্ঘটনায় ঘটনা স্থলেই তিনি নিহত হন, পরবর্তীতে স্থানীয় লোকজন ও পুলিশ বেওয়ারিশ মরদেহ হিসেবে থানায় নিয়ে যায়। সেখান তার মোবাইলের সিম ট্রাক করে তার পরিবারকে খবর দেয়া হয়। ‘নাসিম রহমান কিরণ’ এর খুলনাস্থ বয়রা এলাকার রুস্তম আলী সরকারের ছেলে। তাকে তার পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যা সন্তান রেখে গেছেন।
সদা হাস্যোজ্বল ‘নাসিম রহমান কিরণ’ সারাটা জীবন সমাজ ও পরিবেশ উন্নয়নে নিরলস কাজ করে গেছেন। দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আর্থ-সামাজিক উন্নয়নে তার অবদান অনস্বীকার্য।
উক্ত শোক সভায় নিহতের স্মৃতিচারণ পূর্বক আলোচনা করেন ক্লীন এর প্রধান নির্বাহী হাসান মেহেদী, প্রকল্প সমন্বয়কারী মাহবুব আলম প্রিন্স সহ বাহলুল আলম, ইভানা ইয়াসমিন, শারমিন আক্তার বৃষ্টি, সাদিয়া রওশন অধরা, কানিজ রাবেয়া, রিসাত হাসান, এসকে রিজন, ঐশি প্রমূখ