নিজস্ব প্রতিবেদকঃ আজ ২১ জুলাই বেলা ১১টায় খুলনা জেলা অপরাজিতা নেটওয়ার্কের গঠন করা হয়েছে। শুক্রবার (২১ জুলাই) খুলনা রূপান্তর প্রশিক্ষণ কেন্দ্রে এ্যাডভোকেট অলোকা নন্দা দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের উপ-পরিচালক ফৌজিয়া খন্দকার ও রূপান্তর প্রোগ্রাম সমন্বয়কারী শেখ জার্জিস উল্লাহ’র উপস্থিতিতে এই কমিটি ঘোষণা করা হয়।
সমাজে নারীর ন্যায্য অধিকার, মর্যাদা, নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি, নারীর রাজনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে তাদের ভূমিকা জোরদার, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ সর্বোপরি নারীর রাজনৈতকি ক্ষমতায়নে উপযোগী কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়নের লক্ষ্যে ফারজানা নিশাকে সভাপতি, আকলিমা খাতুন তুলিকে সাধারণ সম্পাদক, শাহিদা ইসলাম নয়ন কোষাধ্যক্ষ করে ২১ সদস্য বিশিষ্ট্য কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি বুলু রায় গাঙ্গুরী, ফারহানা মনা, শারমীনা পারভীন রুমা, যুগ্ম সাধারণ সম্পাদক নাসরিন আক্তার, খায়রুন মনি, সাংগঠনিক সম্পাদক পলি আক্তার, সদস্যরা হলেন এ্যাডভোকেট অলোকা নন্দা দাস, এ্যাডভোকেট তাছলিমা খাতুন ছন্দা, এ্যাডভোকেট কানিজ ফাতেমা আমিন, এ্যাডভোকেট সেলিনা আক্তার প্রিয়া, চঞ্চলা মন্ডল, এ্যাডভোকেট পপি ব্যানার্জী, বিথিকা রায়, রিমা খানম, আফরোজা খাতুন মিতা, রোকসানা পারভীন, শাহানাজ নিপা, আনজুমান আরা শানু।
উল্লেখ্য সুইজারল্যান্ডের সহায়তায় ও হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন তত্ত্বাবধানে রূপান্তর খুলনা ও বাগেরহাট জেলার ১১টি উপজেলার ৮৪টি ইউনিয়নে অপরাজিতা: নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পটি স্থানীয় সরকারের নির্বাচিত নারী প্রতিনিধি তথা নির্বাচনে আগ্রহী নারী নেত্রীদের দক্ষতা উন্নয়ন, বিষয়ভিত্তিক প্রশিক্ষণ এবং স্থানীয় ও জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সাতে সংলাপসহ নারীর রাজনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করছে।