রূপসা প্রতিনিধি : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুধ্ব-১৭) এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ১৬ সেপ্টেম্বর বিকাল ৪টায় কাজদিয়া সরকারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) সুষ্মিতা সাহার সভাপতিত্বে¡ প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা। বক্তৃতা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোল্লা আবু বকর, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল, সাধন অধিকারী, আওয়ামীলীগ নেতা আব্দুল গফুর খান, অধ্যক্ষ বিশ্বনাথ ভট্টাচার্য, প্রধান শিক্ষক রবিউল ইসলাম পলাশ, যশোমন্ত ধর, কৃষ্ণপদ রায়, অমল কুমার শিকদার, মোঃ আহসান উল্লাহ, বাসির আহম্মেদ লালু, মেসবাহ উদ্দিন সেলিম প্রমুখ। ফাইনাল খেলায়’নৈহাটী ইউনিয়ন ১-০ গোলে ঘাটভোগ ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌবর অর্জন করে। খেলায় একমাত্র জয়সূচক গোলটি করে বিজয়ী দলের হাসান। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় হাসান। ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয় যৌথভাবে হাসান ও শান্তনু। খেলা পরিচালনা করেন মাহবুবুর রহমান ও মুক্তার হোসেন মিঠু।