রূপসা প্রতিনিধি: রূপসা উপজেলার রামনগর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা (৬৫) এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন অাজ ১৯ মে সকাল ১০ টায় রহমতনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এ সময় কিসমত খুলনা পুলিশ ফাড়ির ইনচার্জ এস আই কওছার আহম্মেদ এর নেতৃত্বে একটি সু-সজ্জিত পুলিশ দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এছাড়া মুক্তিযোদ্ধার মৃত্যুর সংবাদ শুনে তাকে দেখতে আসেন খুলনা জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সরদার মাহাবুবার রহামান, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান জামাল, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলী আকবর শেখ, নৈহাটি ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল,সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুর রহামান মোল্লা, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা বেলাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা মঈনুদ্দিন,আওয়ামীলীগ নেতা আলহাজ্ব ডাঃ মুজিবর রহামান,ইউপি সদস্য আব্দুস সালাম ও সিদ্দিক শেখ। মৃত্যুকালে তিনি দুই পুত্র,দুই কন্যা,নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি গত ১৮ মে বিকাল সাড়ে ৪ টায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন।