খুলনা জেলার রূপসা উপজেলায় দিনব্যাপী ঈদসামগ্রী বিতরণ খুলনা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডঃ সুজিত অধিকারী। ২৪ মে দিনব্যাপী রূপসা উপজেলার প্রত্যন্ত অঞ্চলে কর্মহীন,খেটে খাওয়া মানুষের মাঝে এবং মসজিদের ইমাম, মোয়াজ্জেম, ভ্যানচালক সহ শ্রমজীবী মানুষের মাঝে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী এবং ঈদের পোশাক বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক ডাঃ অধ্যাপক শ্যামল কুমার দাস,সাবেক চেয়ারম্যান খান শাহাজান কবীর প্যারিস,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক চন্ঞ্চল মিত্র,সাংগঠনিক সম্পাদক এমডি রকিব উদ্দীন, ,ইউপি চেয়ারম্যান সাধন অধিকারী,জেলা যুবলীগের সহ-সভাপতি আজিজুল হক কাজল,আওয়ামীলীগ নেতা সৈয়দ আকতার আলী,মঈন উদ্দিন, সোহেল জুনায়েদ,শক্তিপদ বসু,আবু আহাদ হাফিজ বাবু,মাহবুব-উল আলম,অমিয় অধিকারী,সরদার কামরুল ইসলাম, জয়দেব সরকার,কবির মল্লিক,দীনু মুন্সি,সাইফুল ইসলাম,আজিজুল ইসলাম,হিরন শিকদার,লিটন বাগচী,ইন্দ্রজিত অধিকারী,সাগর অধিকারী,ডালিম শেখ প্রমূখ।দিনব্যাপী তিনি নৈহাটী,টিএসবি,ঘাটভোগ,শ্রীফলতলা এবং আইচগাতীতে মোট ৩০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী এবং ২০০ পরিবারের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন।