খুলনা জেলার রূপসা ব্রীজের সন্নিকটস্থ জাবুসার মোড়ে রবিউল শেখ(৩৩) নামে এক ব্র্যাক কর্মকর্তা ট্রাক চাপায় নিহত হয়েছেন।
তিনি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বাওতাছ গ্রামের মকবুল শেখের ছেলে।
পুলিশ জানায়, রূপসা ব্রীজের সন্নিকটে জাবুসা এলাকায় শনিবার বেলা১১টার দিকে ভ্যান যোগে কাটাখালী উদ্দেেশ্যে যাবার পথে পিছন দিক থেকে আসা আকিজ গ্রুপের গ্যাস ভর্তি ট্রাক ভ্যানটি ধাক্কা দেয়।
এসময় রবিউল রাস্তায় উপর পড়ে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সে ঘটনাস্থলে মারা যায়। নিহত রবিউল শরিয়তপুরের চরভাঙ্গা ব্র্যাক এনজিও’র ক্যাশিয়ার হিসেবে কর্মরত ছিলেন। ঈদের ছুটি শেষে বাড়ি থেকে কর্মস্থলে যাচ্ছিল বলে জানা যায়।
ঘাতক ট্রাকটি পুলিশ আটক করেছে। যার নং-যশোর (ট)-১১-১৩৭৬। ভ্যানে থাকা আর ও বটিয়াঘাটা উপজেলার বসন্ত দে এর পুত্র অশোক দে( ৫২) এবং খালিশপুর এলাকার মিনহাজুর রহমান রুমান (১৭) নামে ভ্যান আরোহী আহত হয়েছে। তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশংকাজনক।