খুলনা জেলার রূপসা উপজেলার বাগমারা গ্রামের আজমল হোসেনের ছেলে সাকিব (৩০) ও তার স্ত্রী মিতা খন্দকার (২৫) করোনা পজেটিভ হয়েছে। বর্তমানে তারা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ ১ জুন (সোমবার) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। সম্প্রতি তারা দু’জন ঢাকা থেকে অসুস্থ অবস্থায় খুলনা আসেন। এনিয়ে রূপসায় মোট করোনাক্রান্ত হলো ১২জন। তারমধ্যে মৃত্যুবরন করেছে ৩জন। চিকিৎসাধীন আছেন ৪জন বাকিরা সুস্থ হয়ে সাভাবিক জীবন-যাপন করছেন। করোনাক্রান্তরা হলেন উপজেলার রাজাপুর গ্রামের নুরুজ্জামান। চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরন করেন। পরবর্তীতে তার দুই পুত্র মাহিম ও ফাহিম আক্রান্ত হয়। ঐ পরিবারের নমুনা সংগ্রহ করতে যেয়ে আক্রান্ত হন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই টেকনিশিয়ান শাহারুল ইসলাম, নিরাপত্তা প্রহরী আল মামুন ও পরিচ্ছন্নতা কর্মী নাজনীন সুলতানা সারমীন। তারা বর্তমানে সুস্থ জীবন-যাপন করছেন। জাবুসায় আক্রান্ত হন সাইফুল ইসলাম ও তার মা সুফিয়া বেগম। তাদের শেষ রিপোর্ট এখনো পাওয়া যায়নি। বাগমারা গ্রামের তানভীর আলম বাবু করোনাক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। সর্বশেষ আজ একই গ্রামের সাকিব ও তার স্ত্রী মিতা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
উল্লেখ্য, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী তানভীর আলম বাবুর লাশ দাফনে অংশগ্রহনকারীদের উপজেলা প্রশাসন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিলেও তারা প্রকাশ্যে ঘোরাঘুরি করছে বলে আতংকিত এলাকাবাসী জানিয়েছে।