নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ৩জন নিহত ও ১৬ জন আহত হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের গন্ডব গ্রামে স্থানীয় দুই গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৩ জন নিহত ও অন্তত ১৮ জন আহত হয়েছে। আহতদের লোহাগড়া এবং নড়াইলের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১০ জুন দুপুর তিনটার দিকে এ ঘটনা ঘটে। ঘটনায় নিহতরা হলেন, গন্ডব গ্রামের আমিনুর রহমান হাবিব (৫৫) ও মুক্তার মোল্লা (৬০) ও একই গ্রামের রফিক। আহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে জেলা পরিষদের সদস্য বিপ্লব ও মিরাজ মোল্লার মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে বিকেলে দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় উভয়পক্ষের অন্তত ১৮ জন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মিরাজ মোল্লার পক্ষের আমিনুর রহমান হাবিব (৫৫), মুক্তার মোল্লা (৬০) ও রফিককে মৃত ঘোষণা করেন।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক আছে।