নোবেল করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রমণের মধ্যে গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে দিন-রাত কাজ করে যাচ্ছে বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতি। গ্রাহক সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এই দুর্যোগে আলোর গেরিলা বাহিনীর ৪০টি টিম নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাড়ি বাড়ি গিয়ে বিদ্যুৎ বিল পৌছানো এবং আদায়ের কাজে মাঠপর্যায়ে নিয়োজিত আছে প্রায় একশ জন কর্মী।
এদিকে করোনাভাইরাসকে উপেক্ষা করে বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস) এর রূপসায় সাব জোনাল অফিসের আওতাধীন ২৫ হাজার গ্রাহকের সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে সরকারের দেওয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করে চলেছে রূপসা সাব জোনাল অফিসের এজিএম (ওএন্ডএম) অঞ্জন কুমার সরকার।
তিনি সোনালী স্বপ্নকে বলেন, ‘অফিসের পাশে রূপসা হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত রোগী থাকার কারণে আতঙ্কের মধ্যেও জিএম মহোদয়ের নির্দেশে বিদ্যুৎকর্মীরা গ্রাহক সেবা নিশ্চিত করে যাচ্ছে। বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে সকল কর্মকর্তা ও কর্মচারীর স্টেশন লিভ-সহ সকল ধরনের ছুটি বাতিল করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘করোনাভাইরাসের কারণে বিদ্যুৎ বিল পরিশোধে অফিসে সামাজিক দুরত্ব বজায় রেখে বিদ্যুৎ বিল নেওয়া হচ্ছে। প্রত্যন্ত অঞ্চলের মানুষের বিদ্যুৎ বিল পরিশোধের অসুবিধার কথা বিবেচনা করে এলাকায় মাইকিং করে বুথ বসিয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে বিল গ্রহণের ব্যবস্থা করা হয়েছে। সরকারের সিদ্ধান্ত মোতাবেক চলতি বছরের ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মে,/২০২০ মাসের বিল ৩০শে জুন পর্যন্ত সকল শ্রেণীর গ্রাহকের বিলম্ব মাশুল মওকুফ করা হয়েছে।’ জনাব অঞ্জন কুমার সরকার বলেন, ঝড় বৃষ্টি উপেক্ষা করে অন্ধকার আলোতে ২৪ ঘন্টা নিরলস কাজ করে যাচ্ছে আলোর গেরিলা বাহিনী। বর্তমান পরিস্থিতিতে ৩০শে জুন পর্যন্ত বিদ্যুৎ বিল আদায়ে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।