খুলনায় মাদকের বিরুদ্ধে জেলা গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তারই অংশ হিসাবে গত ১৩ জুন বিকাল সাড়ে ৫টায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক/গোপাল চন্দ্র রায় ও এসআই (নিঃ) মোঃ হামিদুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ মাদকদ্রব্য উদ্ধারে অভিযান পরিচালনা করেন।
এসময় গোপন সংবাদের ভিত্তিতে বটিয়াঘাটা থানাধীন মাইলমারা খেয়াঘাট সংলগ্ন বটগাছের নিচ থেকে খুলনা জেলার বটিয়াঘাটা থানার গজালিয়া গ্রামের আঃ হামিদ শেখের পুত্র মোঃ আঃ ছালাম (৩৫), কে গ্রেফতার পূর্বক তার হেফাজত হতে ১০০ (একশত) গ্রাম মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করেন।
এ ঘটনায় খুলনা জেলা গোয়েন্দা শাখা, খুলনার এসআই (নিঃ) মোঃ হামিদুল ইসলাম বাদী হয়ে বটিয়াঘাটা থানায় উপরোক্ত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন।