খুলনা জেলার রূপসা উপজেলায় দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আওতাধীন পুষ্টি সমৃদ্ধ উচ্চমূল্যের অপ্রধান শস্য উৎপাদন ও বাজারজাতকরণ কর্মসূচির আওতায় অপ্রধান শস্য রক্ষণাবেক্ষণ এবং সংরক্ষন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
১৬ জুন সকালে বিআরডিবি ভবনে অনুষ্ঠিত রূপসা পল্লী উন্নয়ন বোর্ড আয়োজিত ৪ দিন ব্যাপী অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশা।
রূপসা পল্লী উন্নয়ন কর্মকর্তা তারেক ইকবাল আজিজের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তার,কৃষি কর্মকর্তা মোঃ ফরিদুজ্জামান। এ সময় বক্তৃতা করেন সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা কাজী সাইদুজ্জামান,জুনিয়র অফিসার (হিসাব) অমিত কুমার সরকার,
আওয়ামীলীগ নেত্রী মাধূরী সরকার,সাংবাদিক চিত্ত রন্জ্ঞন সেন,গুলশানারা বেগম প্রমূখ।উক্ত প্রশিক্ষণে মোট ৬ টি দলের ৪০ জন অভিষ্ট উপকারভোগী সদস্যদের মাঝে প্রশিক্ষণ প্রদান করা হয়।