এড. ফরিদ আহমেদ
———————-
আজ ভালো আছি
কাল কি হবে জানি না!
চারিদিকে উদ্বেগ উৎকন্ঠা
আকাশে কালো মেঘের ঘনঘটা!
বিশ্বময় মৃত্যুর মিছিল,
শুধুই বাতাসে দীর্ঘ নিঃস্বাস-
নীরবে স্বজন হারানোর কান্না!
যমদূতের ভয়ঙ্কর আনাগোনা,
কোন পথ নেই যেনো পালাবার!
সেই চেনা পৃথিবী বদলে গেছে,
মানবজাতির পাপাচার,নিষ্ঠুরতার-
চলছে প্রকৃতির প্রতিশোধ!
স্বাভাবিক দিন হয়তো
আসবে না ফিরে কোনদিন!
বন্ধু আজ ভালো আছি
কাল কি হবে জানিনা!
তাই যদি আর না হয় দেখা
স্বাভাবিক জীবন নদীর বাঁকে,
ক্ষমা করো বন্ধু,আত্মীয় যত
যে যেখানে আছো।।