খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের আওতাধীন করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাকছুদ (৫৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। এ নিয়ে খুলনায় করোনায় মোট ১৩ জনের মৃত্যু হলো।
সোমবার (২২ জুন) দুপুরে করোনা ডেডিকেটেড হাসপাতালে তিনি মারা যান। তিনি খুলনা মহানগরীর খান জাহান আলী রোডের জামায়েত খানা এলাকার মুনসুরের ছেলে।
করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. শেখ ফরিদ উদ্দীন আহমেদ বলেন, তিনি রোববার ২১ জুন করোনা সংক্রমিত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ভর্তির সময় তার শারীরিক অবস্থা খুবই খারাপ ছিলো। আজ দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেছেন।