খুলনায় করোনার উপসর্গ নিয়ে আরো তিন জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা সাসপেক্টেড আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
মৃতরা হলেন, নগরীর টুটপাড়া সুন্দরবন কলেজের পার্শে মহাসিন খোকন (৫৫), নগরীর বাবু খান রোডের পান্না ওয়াজেদ (৭০) ও নড়াইলের মহেশ খোলা এলাকার কাশেম শেখ (৩৬)।
করোনা ওয়ার্ডের ফোকাল পার্সন ডা. মো. মিজানুর রহমান জানান, মহাসিন খোকন (৫৫) নামের ব্যক্তি ২/৩ দিন ধরে জ্বর শাসকষ্ট সমস্যা নিয়ে খুমেক হাসপাতালের করোনা সন্দেহ ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। পরে শারীরিক অবনতি হলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত পৌনে ১১ টার দিকে তার মৃত্যু হয়।
করোনা উপসর্গ নিয়ে নগরীর বাবু খান রোডের পান্না ওয়াজেদ (৭০) সোমবার বিকাল ৪ টা ৫০ মিনিটে ভর্তি হয়। তিনি মঙ্গলবার ভোর ৫ টার দিকে মারা যান। এছাড়া নড়াইলের মহেশ খোলা এলাকার কাশেম শেখ (৩৬) সোমবার বিকাল সাড়ে ৫ টার দিকে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় তিনি সোমবার দিবাগত রাত (২৩ জুন) পৌনে ২ টার দিকে মারা যান। তাদের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে।