খুলনায় করোনা পরিস্থিতি মনিটরিংসহ সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব পালনকারী খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) মিজানুর রহমানের করোনার রিপোর্ট পজিটিভ এসেছে।
শুক্রবার (২৬ জুন) খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুন্সী মো. রেজা সেকান্দার এ তথ্য জানান। তিনি বলেন, নমুনা পরীক্ষার পর শুক্রবার (২৬ জুন) আরএমও মিজানুর রহমানের রিপোর্ট পজিটিভ শনাক্ত হয়েছে। তার শারীরিক অবস্থা ভালো থাকায় তাকে নির্দিষ্ট স্থানে আইসোলেশনে রাখা হয়েছে।
খুলনার সিএসএস আভা সেন্টারে দায়িত্ব পালনকারী আরও একজন চিকিৎসক শুক্রবার করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন বলে তিনি জানান।