খুলনায় পাটকল শ্রমিকদের সমস্যা সমাধানে ২৮ জুন দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ আল আসাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা-৪ আসনের সংসদ-সদস্য আব্দুস সালাম মূর্শেদী। এসময় তিনি বলেন- প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার হলো শ্রমিক বান্ধব সরকার। এই সরকার সবসময়ই শ্রমিকদের পক্ষে কথা বলেছে। তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিয়েছে। পাট চাষের জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও আন্দোলন করেছেন। তাই মিলগুলি বন্ধ না করে পাট সেক্টরে অভিজ্ঞদের দ্বারা পিপিপির মাধ্যমে মিলগুলো চালু রাখার সিদ্ধান্ত নেয়া হবে। সেক্ষেত্রে কর্মচারীদের পূর্বের বকেয়া পাওনা পরিশোধ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোল্লা আকরাম হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, এসিল্যান্ড, কৃষি অফিসার, পিআাইও, প্রেসক্লাবের সভাপতি, সম্পাদকসহ বিভিন্ন শ্রমিক প্রতিনিধি।