খুলনার ডুমুরিয়া উপজেলা পল্লীতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে মাদকসহ এক ব্যবসায়ীকে আটক করেছে।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া‘র নেতৃত্বে এসআই (নিঃ) রাজিউল আমিন সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ মাদকদ্রব্য উদ্ধার ও অভিযান পরিচালনা করেন।
২৭ জুন সন্ধ্যা ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে ডুমুরিয়া থানাধীন মালতিয়া গ্রামস্থ টাওয়ার মোড় মোঃ কামরুল ইসলাম এর মুদি দোকানের সামনে খুলনা টু সাতক্ষীরা মহাসড়কের উপর থেকে সাতক্ষীরা জেলার তালা থানার জাতপুর গ্রামের সামাদ বিশ্বাসের পুত্র মোঃ নাজমুল ইসলাম (৩৬)কে গ্রেফতার করেন।এসময় তার হেফাজত থেকে ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা উদ্ধার করেন।
এ ঘটনায় খুলনা জেলা গোয়েন্দা শাখা, খুলনার এসআই (নিঃ) রাজিউল আমিন বাদী হয়ে ডুমুরিয়া থানায় উপরোক্ত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন।