মানব সেবার ব্রত নিয়ে‘মানুষের জন্য আমরা, অসহায়ের পাশে আমরা” এই শ্লোগানকে সামনে রেখে খুলনা-৪ আসনের সংসদ-সদস্য আব্দুস সালাম মূর্শেদীর নিজ হাতে গড়া সংগঠন “সালাম মূর্শেদী সেবা সংঘ” কাজ করে যাচ্ছে। করোনাকাল অতিবাহিত হওয়ার পরেও মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যয় নিয়ে সালাম মূর্শেদী সেবা সংঘ রূপসা তেরোখাদা ও দিঘলিয়ায় যাত্রা শুরু করেছে।
তারা ২৭ জুন রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের করোনায় লকডাউনকৃত ৩১টি বাড়িতে যেয়ে খাদ্য ও ফলমূল সহায়তা পৌছে দিয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন-আহবায়ক মোতালেব হোসেন, চীফ কো-অডিনেটর (খুলনা অফিস) নোমান ওসমানী রিচি, সালাম মূর্শেদী সেবা সংঘের টীম লিডার শামসুল আলম বাবু, তরিকুল ইসলাম, মঈনুদ্দিন, ইমরান হাসান সাগর ও ওয়াহিদ জামান।
চলমান কর্মসূচীর অংশ হিসেবে পর্যায়ক্রমে তিন উপজেলায় করোনাক্রান্ত পরিবারে খাদ্য সহায়তা পৌছে দেয়া হবে।