খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে আরো ১১২ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
সোমবার (২৯ জুন) রাতে তাদের নমুনা পরীক্ষার পর খুমেকের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, খুমেকের পিসিআর ল্যাবে ২৮২ টি নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে খুলনা জেলার নমুনা ছিলো ২৭১ টি। এর মধ্যে ১১২ টি রিপোর্ট পজিটিভ এসেছে। যার মধ্যে ১০৯ জনই খুলনা জেলার। সাতক্ষীরার ১ জন, নড়াইলের ১ জন, কুষ্টিয়ার ১ জন রয়েছেন বলে জানান তিনি।
খুলনা সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ জানান, খুলনায় সোমবার সকাল পর্যন্ত করোনা রোগীর সংখ্যা ছিল ১৭৮৬ জন। সুস্থ হয়েছেন ২৫১ জন। এছাড়া সন্ধ্যায় খুমেকের ল্যাবে আরো ১০৯ জনের করোনা শনাক্ত হলো। এই নিয়ে খুলনায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১৮৯৫ জন। তাছাড়া খুলনায় করোনা আক্রান্ত হয়ে মোট ২১ জন মারা গেছেন।