খুলনা জেলার রূপসা উপজেলার সাধারণ মানুষের সুযোগ-সুবিধার কথা বিবেচনা করে উপজেলা পর্যায়ে খুলনা-৪ আসনের মাননীয় সংসদ-সদস্যের উদ্যোগে চালু হয়েছে ‘সেবা-উন্নয়ন বক্স’ নামে একটি বিশেষ সেবা কার্যক্রম।
আজ দ্বিতীয় ধাপে রূপসা উপজেলায় আনুষ্ঠানিক ভাবে “সেবা-উন্নয়ন বক্স” উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তার। উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ, টিএসবি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এই সেবা-উন্নয়ন বক্সের মাধ্যমে তৃণমূলের যে কেউ তাদের যে কোন দাবি-দাওয়া লিখিত আকারে পেশ করতে পারবেন। যে কোন প্রতিষ্ঠান বা ব্যক্তির পক্ষ থেকে মসজিদ-মাদ্রাসা বা শিক্ষাপ্রতিষ্ঠানের বরাদ্দ, টিউবঅয়েল, সোলার বা অন্য যে কোন কিছু পাবার আবেদন এই বক্সে জমা হবে। প্রতি সপ্তাহে একবার উপস্থিত সবার সামনে বক্স খোলা হবে। প্রয়োজনে লটারির মাধ্যমে আবেদনকারীদের আবেদন নিষ্পত্তি হবে।
গত সপ্তাহে প্রথম ধাপে তেরখাদা উপজেলায় এই কার্যক্রমের উদ্বোধন করেন খুলনা-৪ আসনের সংসদ-সদস্য আব্দুস সালাম মূর্শেদী।
সেবা উন্নয়ন বক্স বিষয়ে মাননীয় সংসদ-সদস্য মহোদয়ের প্রেস সচিব সৈয়দ মিজানুর রহমান জানান, এই বক্স চালু হওয়ায় সাধারণ মানুষ সবচেয়ে বেশি উপকৃত হবে। অনেক সময় দেখা যায় মাননীয় সংসদ-সদস্য মহোদয় বা তাঁর দপ্তরের কারোর নাম ভাঙিয়ে কেউ কেউ বিশেষ সুবিধা নেয়ার চেষ্টা করেন। অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে মাননীয় এমপি মহোদয়ের দপ্তরের নামে ভিত্তিহীন কুৎসা রটানো হয়। এখন থেকে সেই সুযোগ আর হবে না।
তিনি সাধারণ মানুষের প্রতি অনুরোধ করেন, তাদের যে কোন সেবা গ্রহন বা কোন বরাদ্দ পাবার ক্ষেত্রে আবেদনের মাধ্যমে সরাসরি এই বক্সের সহায়তা নেয়ার। এই সহায়তা নেয়ার জন্য কারো কোন মাধ্যমের প্রয়োজন নেই বলেও তিনি জানান।