খুলনার রূপসা ট্রাফিক মোড় থেকে খানজাহান আলী রোডের কলেজিয়েট গার্লস স্কুল অ্যান্ড ইউমেন কলেজ পর্যন্ত ৭৩টি দোকান উচ্ছেদে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা।
মঙ্গলবার (৩০ জুন) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত খানজাহান আলী রোডে তারা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। রূপসা ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধন কর্সূচিতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি সিরাজুল ইসলাম।
মানববন্ধনে ব্যবসায়ীরা জানান, ১৯৬৭/৬৮ সাল থেকে পৌরসভার নিকট এক সনা বরাদ্দ নিয়ে তারা এখানে ব্যবসা করছেন। অনেকের স্থায়ী ঠিকানায় পরিণত হয়েছে এটি। করোনার কারণে দীর্ঘ তিন মাস তাদের আয় উপার্জন বন্ধ। সরকারের কাছে দাবি করেছিলেন বিকল্প কোথাও পুনর্বাসনের। কিন্তু সে দাবি হয়েছে উপেক্ষিত। এদিকে, ব্যবসায়ীরা আগামীকাল বুধবার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও বিভাগীয় কমিশনার বরাবর স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করেন।
এসময় সাধারণ সম্পাদক বাদল মিয়ার পরিচালনায় আরো বক্তব্য রাখেন ব্যবসায়ী শাহ আলম, নুর ইসলাম লিটন, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, মোহাম্মদ মুন্না, মোহাম্মদ রাসেল, মো. রুবেল প্রমুখ।