খুলনা থেকে ইজিবাইক ভাড়া নিয়ে রূপসায় এসে ছিনতায়ের চেষ্টাকালে জনতার হাতে আটক হলো দুই ছিনতাইকারী।
১ জুলাই রাত আনুমানিক ৮ টায় উপজেলার কালীবাড়ি বাজারে ছিনতাইকালে আটককৃতরা হলেন- খুলনা নগরীর লবনচরা থানাধীন মোল্লাপাড়ার বাসিন্দা সিদ্দিকুর রহমানের ছেলে হাসিবুল ইসলাম আলভী (২২) ও বাগেরহাটের মোড়েলগঞ্জ থানার বড় মাদুরা গ্রামের বাসিন্দা মালেক কবিরাজের ছেলে মো. আরিফ কবিরাজ (২০)।
জানা যায়, হাসিবুল ইসলাম আলভী ও আরিফ কবিরাজ যাত্রী সেজে কয়রা উপজেলার নাকসা গ্রামের মোফাজ্জেল মোড়েলের ছেলে নগরীর ইজিবাইক চালক নজরুল মোড়লের (৩০) গাড়ি রোগী নেয়ার কথা বলে ভাড়া নেয়। তারা গল্লামারী থেকে ইজিবাইকটি ভাড়া নিয়ে নগরীর বিভিন্ন স্থানে ঘোরা-ঘুরি করে। একপর্যায় গোডাউন মোড় থেকে আসার পথে ছিনতাইকারীরা কয়েকজন লোকের সাথে কথা বলে। সেখানে তারা ঘোরাঘুরি করে কিছু সময়। বিকেলে গাড়ী নিয়ে রূপসার শ্রীরামপুর বিলে কবির মোল্লার এসবিএম ইটভাটার সামনে বেড়িবাঁধের পাশে যায়। সন্ধ্যা নামার পরপরই তারা ড্রাইভার নজরুলকে মারধর শুরু করে। একপর্যায় তাকে ছুরি দিয়ে আঘাত করে। কিন্তু ছুরিসহ হাত ধরে বসে চালক। তাদের ধস্তাধস্তিতে ছুরি পানিতে পড়ে যায়। তখন তাকে মেরে পানিতে ফেলে দেয়। মারা গেছে মনে করে তারা গাড়ী নিয়ে পালানোর চেষ্টা করে। কিছুক্ষণ পর চালক নজরুল স্থানীয় লোকজনদের জানায়। তখন তারা কালীবাড়ী বাজারে এসে লোকজন জড়ো করে গাড়ীসহ তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করে।