খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে আরো ৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) রাতে তাদের নমুনা পরীক্ষার পর খুমেকের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে সর্বমোট ২৮২টি নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে খুলনার খুলনার নমুনা ছিল ২৫১টি। এদের মধ্যে পজেটিভ এসেছে ৯৩টি। শুধুমাত্র খুলনার পজেটিভ আছে ৮৫টি। এছাড়া বাগেরহাটের ৫ জন, সাতক্ষীরার ১ জন ও যশোরের ২ জন রয়েছেন বলে জানান তিনি।