খুলনা জেলার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের আনন্দনগর গ্রামে বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব:) গোলাম মোস্তফা ৩ জুলাই সকালে বার্ধক্য জনিত কারনে নিজ বাড়ীতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি—রাজিউন)।
মৃত্যুকালে তিনি ২ পুত্র, ২ কন্যা এক স্ত্রী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। তার নিজ বাড়ী আনন্দনগর গ্রামে বিকাল ৫ টায় রাষ্ট্রীয় মার্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।
এএসআই মো: ডালিম তালুকারের নেতৃত্বে একদল চৌকস পুলিশ দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. কামাল উদ্দীন বাদশা, উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি মৎস্য কর্মকর্তা বাপী কুমার দাস, পুঠিমারী ক্যাম্প ইনচার্জ এসআই নকিব ইকবাল, এএসআই মো. আলম মোল্লা, মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম শিকদার, ওয়াজেদ আলী শিকদার, আ: সবুর মোল্লা, মুনসুর আলী বিশ্বাস, আ: সাত্তার, খান দেলোয়ার, ইরাদৎ মোল্লা, আতিয়ার রহমান সরদার, আওয়ামীলীগ নেতা মোল্লা তাহিদুল ইসলাম, আকতারুজ্জামান, জিল্লুর রহমান, মুরাদ মোল্লা, মসিউর রহমান প্রমুখ।
জানাজা নামাজ পরিচালনা করেন মাও: আজিজুর রহমান ও মাও: আ: সালাম জাহেদী। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।