খুলনার জেলার পাইকগাছা উপজেলা পল্লীতে দুই গৃহবধুর পৃথক আত্মহত্যার ঘটনা ঘটেছে।
শুক্রবার (৩ জুলাই) দুপুরে নিজ বসত ঘরে কপিলমুনির মোহন সাধুর স্ত্রী লক্ষী সাধু (৪৫) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। অনুরুপ ভাবে বৃহস্পতিবার (২ জুলাই) বিকালে দেলুটির কালিনগর গ্রামের চয়ন বাওয়ালীর স্ত্রী মিতু বাছাড় (২০) বিষ পান করে আত্মহত্যা করে। এদিকে মিতু বাছাড়ের মৃত্যু রহস্য জনক হওয়ায় তার স্বামী চয়নকে থানা পুলিশ আটক করেছে।
এ ব্যাপারে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজ শফী বলেন, পৃথক দুটি আত্মহত্যার মধ্যে গৃহবধু মিতুর মৃত্যু প্রাথমিকভাবে রহস্য জনক মনে হচ্ছে। বৃহস্পতিবার দুপুরের পর স্বামী চয়ন স্ত্রী মিতুকে মারপিট করে, পরে মিতু বিষ পান করে মৃত্যু বরণ করে। তিনি আরও বলেন, সে আত্মহত্যা করেছে নাকি হত্যাকরা হয়েছে ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর সেটি বোঝা যাবে। এঘটনায় তার স্বামী চয়নকে আটক করা হয়েছে।