খুলনার কয়রা উপজেলার (৩নং কয়রা) ইমানপাড়া এলাকা থেকে দু’টি পাইপগান ও ২ রাউন্ড কার্তুজসহ দুইজন অস্ত্রধারীকে গ্রেফতার করেছে র্যাব-৬।
রবিবার (৫ জুলাই) এঘটনায় কয়রা থানায় মামলা হয়েছে। র্যাব-৬ সূত্র জানিয়েছেন, গ্রেফতারকৃতরা হল কয়রার ইমানপাড়ার মু. ইব্রাহিম গাজীর ছেলে মু. বেল্লাল হোসেন (২৭) ও পাইকগাছার শান্তা আলামিন মোড়ের মু. ওহাব শেখের ছেলে মু. ওমর শেখ (২৬)।
আটককৃতরা র্যাবকে জানায়, তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন এ অস্ত্র দিয়ে নিজদের কাছে রেখে অবৈধ কাজ করতো।