যশোর জেলা পুলিশের অভিযানে ডলার প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার হয়েছে। উদ্ধার হয়েছে নগদ অর্থসহ প্রতারণার উপকরন সামগ্রী।
যশোর জেলার পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, পিপিএম এর নির্দেশক্রমে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এর সার্বিক তত্বাবধানে মামলার তদন্তকারী কর্মকর্তা সদর ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক তুষার কুমার মন্ডল এর নেতৃত্বে ডিবি’র এলআইসি শাখার পুলিশ পরিদর্শক সোমেন দাস, এসআই মফিজুল ইসলাম,পিপিএম , এসআই অরুন কুমার দাস ও সঙ্গীয় ফোর্সসহ ৬জুলাই দুপুরে ফরিদপুর ভাঙ্গা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডলার প্রতারক চক্রের ২ সদস্য ও গোপালগঞ্জ জেলার মোকসুদপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে প্রতারক ও ছিনতাইচক্রের মূলহোতাসহ মোট ৩ সদস্যকে গ্রেফতার করে। এসময় তাদের হেফাজত থেকে প্রতারণা করার পেপারযুক্ত ডলার/দিনার এবং ছিনতাইকৃত মোট ৬০,৫০০/- টাকা উদ্ধার করে।
গ্রেফতারকৃতরা হলো ফরিদপুর জেলার ভাঙ্গা থানার চৌধুরীকান্দা সদরদীর জমির শেখের পুত্র মোঃ কামাল শেখ (৪৫) ও একই এলাকার জলিল মাতুব্বরের পুত্র মোঃ সেন্টু মাতুব্বর (২৯) এবংগোপালগঞ্জ জেলার মোকছেদপুর থানার লোহাইর গ্রামের মৃত নূর উদ্দিন শেখের পুত্র মোঃ ফরিদ শেখ (৫২)। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় নগদ ৬০,৫০০/- টাকা, পেপারযুক্ত ৪ ডলার ও ২০০ দিনার, গামছা পেচানো পেপার ও একটি ব্যাগ এবং ০৩টি মোবাইল সেট।
মামলার বিবরনে জানা যায় যশোর কোতয়ালী থানাধীন বালিয়া ভেকুটিয়ার মৃত দলিল উদ্দিন শেখের ছেলে অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবুল বাশার ( বর্তমানে মুদি দোকানদার) এর নিকট থেকে ডলার প্রতারক চক্র লোভ দেখিয়ে ডলার বিক্রির প্রস্তাব দেয়। তাদের ফাদে পা দিয়ে গত ২৩ জুন দুপুর ১.৩০ মিঃ সময় যশোর সদর পোষ্ট অফিস হতে ১০ লক্ষ টাকা উত্তোলন করে। কোতয়ালী থানাধীন জেস টাওয়ার সামনে ডলার ক্রয়ের সময় সাবান দ্বারা মোড়ানো পেপার ভর্তি ব্যাগ দিয়ে চক্রের সদস্যরা আবুল বাশারের নিকট থেকে ১০ লক্ষ টাকা ভয়ভীতি প্রদর্শণ করে ছিনতাই করে নিয়ে যায়।
খোঁজাখুজি করে না পেয়ে থানা পুলিশ ও ডিবি পুলিশকে প্রথমে মৌখিকভাবে ঘটনাটি জানায় আবুল বাশার। সিসি টিভি ফোটেজ পর্যালোচনা ও তথ্য প্রযুক্তির মাধ্যমে প্রাথমিক অনুসন্ধানে ঘটনার সত্যতা পাওয়া যায়। এরপর আবুল বাশার বাদী হয়ে লিখিত এজাহার দায়ের করে কোতয়ালী মডেল থানায়। যার মামলা নং-০৯ তাং-০৫/০৭/২০২০ ইং ধারা-৪০৬/৪২০/৩৯২ পেনাল কোড রুজু করা হয়। যশোর জেলার পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, পিপিএম এঁর নির্দেশক্রমে ডিবি’র আইটি শাখার এসআই মফিজুল ইসলাম, পিপিএম তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামীদের সনাক্ত করতে সক্ষম হন।