রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবিতে খুলনায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে মহানগরের সিপিবি কার্যালয়ে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের পক্ষ থেকে খুলনা সচেতন নাগরিক, বাম রাজনৈতিক সংগঠন, শ্রমিক সংগঠন যৌথভাবে এ সংবাদ সম্মেলন করে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন পাট শিল্প রক্ষা সম্মিলিত নাগরিক পরিষদের আহ্বায়ক কুদরত-ই-খুদা।
সংবাদ সম্মেলনে রাষ্ট্রায়ত্ত মিলগুলো বিরাষ্ট্রীয়করণের সিদ্ধান্ত বাতিল করে রাষ্ট্রের হাতে রাখা, পাটকল লোকসানের কারণ চিহ্নিত করে সমাধানের চেষ্টা করা, পাটের সঙ্গে জড়িত সবাইকে নিয়ে একটি জাতীয় সংলাপের আয়োজন করা, সে অনুযায়ী পাটকল চালানোর সিদ্ধান্ত নেওয়া, আগে ৭৭ পাটকল পরিচালনা করতে বিজেএমসির বর্তমানে যে কাঠামো রয়েছে তা পরিবর্তন করে ২৫টি পাটকলকে পরিচালনার মতো দক্ষ ব্যবস্থাপনা কাঠামো তৈরি করা, রাষ্ট্রায়ত্ত সবমিলের মাথাভারী প্রশাসন কমানোসহ দশটি সুপারিশমালা তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন খুলনা নাগরিক সমাজের আহ্বায়ক মুক্তিযোদ্ধা আ ফ ম মুহসীন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কৃষক নেতা আনিসুর রহমান মিঠু, কমিউনিস্ট পার্টির নেতা অ্যাডভোকেট যুগ্ন আহ্বায়ক বাবুল হাওলাদার, এস এ রশিদসহ সংগঠনের নেতাকর্মীরা।