খুলনার রূপসায় এক বন্ধুর ছুরিকাঘাতে সুমন শেখ (২৫) নামে অপর বন্ধু খুন হয়েছে।
শনিবার (১৮ জুলাই) রাত সাড়ে ৮টায় রূপসার নৈহাটী মোড়ে এ ঘটনা ঘটে। নিহত সুমন নৈহাটী গ্রামের আবজাল হোসেন শেখের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, পূর্ব শত্রুতার জের ধরে সুমন ও তার বন্ধু মাহমুদুল রাত সাড়ে ৮টায় নৈহাটী মোড়ের বসিরের দোকানের সামনে বিবাদে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে মাহমুদুল উত্তেজিত হয়ে সুমনের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে সুমন মারাত্মকভাবে আহত হয়। খবর পেয়ে পরিবারের লোকজন স্থানীয়দের সহায়তায় রক্তাক্ত জখম অবস্থায় সুমনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।
রূপসা থানার সেকেন্ড অফিসার এসআই ইন্দ্রজিত সেন এ তথ্য নিশ্চিত করেছেন।