রূপসা প্রতিনিধি: রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের নৈহাটি দক্ষিনপাড়া গ্রামের আবজাল হোসেনের পুত্র, রূপসা ডিগ্রী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র সুমন শেখ (২৫) কে পূর্ব শত্রুতার জের ধরে হত্যা করা হয়েছে বলে গ্রেফতারকৃত এজাহার ভুক্ত আসামী মাহামুদুল হাসান ১৯ জুলাই দুপুরে খুলনা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নয়ন বিশ্বাসের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দীতে এ তথ্য জানিয়েছে।
আসামী আদালতকে জানায় গত ১৮ জুলাই রাত পৌনে ৭ টার দিকে নৈহাটি স্কুলের মোড়ে রূপসা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র সুমন শেখ (২৫) কে পূর্ব শত্রুতার জের ধরে ছুরিকাঘাত করা হয়। সে আরো জানায় দীর্ঘদিন ধরে সুমনের সাথে মাহামুদুল হাসানের মনোমালিন্য এবং শত্রুতা চলে আসছিল। সেই সূত্র ধরে গত ১৮ জুলাই রাতে ধারালো ছুরি দিয়ে তার পেটে আঘাত করা হয় হত্যার উদ্দেশ্যে। এক পর্যায়ে আশে পাশের লোকজন এগিয়ে এলে আসামী মাহমুদুল হাসান পালিয়ে যায়। স্থানীয়রা সুমনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সুমনকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯ টার দিকে সে মারা যায়।
পুলিশ জানায় ঘটনার পর রূপসা থানার ওসি মোল্লা জাকির হোসেন এর নেতৃত্বে এক বিশেষ অভিযানে বাগেরহাট এলাকা থেকে এজাহার ভুক্ত আসামী মাহমুদুল হাসান (২৫) কে গ্রেফতার করা হয় এবং ১৬৪ ধারায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট জবানবন্দী প্রদান করে। কলেজ ছাত্র হত্যার ঘটনায় তার পিতা আবজাল হোসেন রূপসা থানায় ১৯ জুলাই হত্যা মামলা দায়ের করেন। এদিকে নিহত সুমনের ময়না তদন্ত পূর্বক জানাজা শেষে গতকাল ১৯ জুলাই বিকালে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়েছে।