খুলনার দাকোপ উপজেলার কালাবগি এলাকায় শনিবার (১৮ জুলাই) ভোর রাতে অভিযান চালিয়ে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগে ৮ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (১৯ জুলাই) সকালে খুলনা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ এক প্রেস ব্রিফিং-এ এসব তথ্য জানান। তিনি জানান, শনিবার ভোর রাতে পুলিশের বিশেষ অভিযানে কালাবগির ভদ্রা নদীর খালের মধ্য থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৪টি নৌকা, ১২শ বর্গফুট জাল, মাছ মারার কিটনাশক জব্দ করা হয়েছে। তিনি আরও বলেন, দীর্ঘ দিন ধরে এ চক্রটি নদীতে বিষ দিয়ে মাছ ধরছে। যা নদীর মাছ সহ কুমির, সুন্দর বনের হরিন ও বাঘের জন্য চরম ক্ষতিকর। এই বিষাক্ততার করণে হুমকিতে পড়ছে জীব বৈচিত্র।
এ ছাড়া সুন্দরবন রক্ষায় ও বনদুস্যদের আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।