রূপসা উপজেলার মাসিক সভা ২০ জুলাই সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় জুম কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী। এ সময় তিনি সমাজসেবা অধিদপ্তর আয়োজিত নতুন বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে বই বিতরণ করেন এবং সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরেন।
উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তারের পরিচালনায় বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ যোবায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, কৃষি কর্মকর্তা মোঃ ফরিদুজ্জামান, রূপসা থানার অফিসার ইনচার্জ মোল্যা জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, মোঃ জাহাঙ্গীর শেখ, আলহাজ্ব ইসহাক সরদার, কামাল হোসেন বুলবুল, উপজেলা মৎস্য কর্মকর্তা বাপি কুমার দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনিছুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভীন, শিক্ষা কর্মকর্তা আব্দুর রব, উপজেলা সমাজসেবা অফিসার জেসিয়া জামান, যুব উন্নয়ন কর্মকর্তা মোল্যা আবু বকর, পল্লী উন্নয়ন কর্মকর্তা তারেক ইকবাল আজিজ, জেলা আওয়ামীলীগ নেতা আঃ মজিদ ফকির, রূপসা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফ.ম.আঃ সালাম, আলাইপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ আল মামুন সরকার, প্যানেল চেয়ারম্যান সেকেন্দার আলী মোল্যা, রূপসা প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসলাম তোতা প্রমুখ।
এর পূর্বে রূপান্তর আয়োজিত উপজেলা লিগ্যাল এইড এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন রূপান্তরের ফিল্ড অফিসার পাপিয়া আক্তার।