ফকিরহাট উজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোড়ল আজাহার উদ্দিন (৬০)মারা গেছেন। ২১ জুলাই বিকাল ৫টায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
মৃতের পারিবারিক সূত্র জানায়,সাবেক চেয়ারম্যান ও জনপ্রিয় আওয়ামীলীগ নেতা এদিন বিকালে নলধা গ্রামের নিজ বাড়ীতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় পরিবারের লোকজন তাকে নিয়ে চিকিৎসার উদ্দেশ্যে খুলনার একটি বেসরকারী হাসপাতালের পথে রওনা করেন। হাসপাতালে পৌছালে ডাক্তাররা তাকে মৃত ঘোষনা করেন।
মোড়ল আজাহার উদ্দিন নলধা-মৌভোগ ইউনিয়নে একাধিকবারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।