খুলনার কয়রায় ৬টি বন্য প্রাণিসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব-৬।
বুধবার (২২ জুলাই) দিবাগত রাতে উপজেলার চাঁদআলী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার এঘটনায় মামলা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো, জেলার পাইকগাছার বেতবুনিয়া গ্রামের মৃত মফিজ উদ্দিন গাজীর ছেলে মোঃ জিয়াউর রহমান গাজী (৩৫), কয়রার মসজিদকুঁড় এলাকার শাহাবুদ্দিন মোল্যার ছেলে মোঃ বিল্লাল হোসেন মোল্লা (২৫) ও কয়রার অর্জুনপুর এলাকার মোঃ শাহেব আলী গাজীর ছেলে মোঃ রবিউল ইসলাম গাজী (২৭)।
র্যাব জানায়, বুধবার দিবাগত রাতে স্থানীয় চাঁদ আলী বাজারের জনৈক মোঃ গোলাম রসুলের মুদির দোকানের সামনে থেকে বন্যপ্রাণী তক্ষক বিক্রয়কালে তিনজনকে গ্রেফতার করা হয়৷ গ্রেফতারকৃতদের কাছে থাকা ৬টি বন্য প্রানী তক্ষক উদ্ধার পূর্বক তাদেরকে গ্রেফতার করা হয়।