শুক্রবার বাগেরহাটের ফকিরহাটে করোনায় আক্রান্ত হয়ে মাসকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আ: আজিজ(৬০) মৃত্যু বরন করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রজিউন)।
তিনি বেশ কয়েকদিন ধরে মারাত্মকভাবে অসুস্থ ছিলেন। বিষয়টি নিশ্চিত করছেন ফকিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: অসিম কুমার সমাদ্দার। তিনি লখপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে দীর্ঘদিন সুনামের সংগে শিক্ষকতা করেছেন। তিনি অনেক গুনগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে। এ পর্যন্ত ফকিরহাট উপজেলায় করোনায় মোট মৃত্যু ৭ জন ও মোট শনাক্ত ১৩৮ জন।