খুলনা জেলা গোয়েন্দা পুলিশ পাইকগাছা ও ডুমুরিয়া থানা এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা, ১ টি মোবাইল ফোন সহ ২ জন গ্রেফতার করেছে।
জেলা ডিবি পুলিশের ইনচার্জ সেখ কনি মিয়া র নেতৃত্বে এসআই (নিঃ) রাজিউল আমিন সংগীয় ফোর্স সহ ২৫জুলাই গোপন সংবাদের ভিত্তিতে পাইকগাছা থানাধীন সাহাপাড়া জিরোপয়েন্টের জনৈক আনিছুর রহমান গাইন এর মুদি দোকানের সামনে থেকে জিএম খায়রুল বাশার (৬২)কে আটক করে। এসময় তার ডান হাতে থাকা একটি শপিং ব্যাগের মধ্যে থেকে দুইটি সাদা পলিথিনের প্যাকেটে রক্ষিত ০২ টি স্বচ্ছ পলিথিনে মোড়ানো অবস্থায় দেড় কেজি গাঁজা উদ্ধার করে। আটক মাদক ব্যবসায়ী সাতক্ষীরা জেলার আশাশুনি থানার বড়দল বাজারের মৃত শাহজাহান গাজীর পুত্র। এ ঘটনায় এসআই/রাজিউল আমিন বাদী হয়ে আসামির বিরুদ্ধে পাইকগাছা থানায় মাদক আইনে মামলা দায়ের করেন।
অপরদিকে জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক (নিঃ) গোপাল চন্দ্র রায়, সংগীয় অফিসার ও সংগীয় ফোর্স সহ এক অভিযানে ২৬ জুলাই সকাল ৯.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে ডুমুরিয়া থানাধীন চুকনগর বাজারস্থ আব্বাস হোটেলের সামনে থেকে মোঃ আশরাফুল ইসলাম (২০)কে আটক করে। এসময় তার হেফাজত থেকে কমলা রংয়ের ছোট শপিং ব্যাগের মধ্যে কালো কসটেপ দিয়ে মোড়ানো ৫শ গ্রাম গাঁজা উদ্ধার করেন। আটক ব্যবসায়ী সাতক্ষীরা জেলার সদর থানার পায়রাডাঙ্গা এলাকার লুৎফর সরদারের পুত্র। এঘটনায় পুলিশ পরিদর্শক (নিঃ)/ গোপাল চন্দ্র রায় বাদী হয়ে আসামির বিরুদ্ধে ডুমুরিয়া থানায় মাদক আইনে মামলা দায়ের করেন।