রূপসায় এসডিজি ফোরামের উদ্যেগে একদিনে দুই কর্মসূচি পালিত হয়েছে। প্রথমে করোনা পরিস্থিতিতে নারী ও শিশু নির্যাতন বৃদ্ধির প্রতিবাদে মানব বন্ধন অনুষ্ঠিত হয় । পরে অপর এক কর্মসূচিতে করোনা স্বাস্থ্য সেবা বৃদ্ধির দাবীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্বারকলিপি পেশ করা হয়।
২৭ জুলাই সকাল ১০টায় রূপসা উপজেলা শহীদ মিনার চত্তরে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে মানব বন্ধন অনুষ্ঠিত হয়। রুপসা উপজেলা এসডিজি ফোরামের উদ্যেগে করোনা পরিস্থিতিতে নারী ও শিশু নির্যাতন বৃদ্ধির প্রতিবাদে মানব বন্ধন অনুষ্ঠিত হয় ।
গোলাম মোস্তফার উপস্থাপনায় মানব বন্ধনের প্রতিবাদ সমাবেশে বক্তৃতা করেন উপজেলা ফোরামের আহবায়ক ফারহানা আফরোজ মনা সদস্য সচিব জুলফিকার আলী,টিএস বাহিরদিয়া ইউনিয়নের সদস্য সচিব নাহিদুজ্জামান খান ও ফিরোজা বেগম ।
সমাবেশ থেকে বক্তারা প্রশাসন সহ সামাজিক নেতাদের স্বোচ্চার ভুমিকা পালনের আহবান জানান।
অপর এক কর্মসূচিতে সকাল ১১টায় রূপসা উপজেলা এসডিজি ফোরামের উদ্যেগে করোনা স্বাস্থ্য সেবা বৃদ্ধির দাবীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্বারকলিপি পেশ করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষে স্বারকলিপি গ্রহন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তার।
করোনা রোগীদের পৃথক শয্যা,নমুনা রিপোর্ট বিলম্ব,অক্সিজেন সুবিধা বৃদ্ধিকরন, এম্বুলেন্স সুবিধা বৃদ্ধিকরন,নিয়ম মেনে পিপিই বিনষ্টকরন এসকল দাবীতে উপজেলা ফোরামের পক্ষে স্বারকলিপি পেশ করেন আহবায়ক ফারহানা আফরোজ মনা, ও সদস্য সচিব জুলফিকার আলী।
এসময় ফোরাম নেতৃবৃন্দর মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, কমলেশ সিং,মনিরুল ইসলাম মন্টু,নাহিদুজ্জামান খান,অলোক দাস,সাইফুল ইসলাম,সাংবাদিক তরুন চক্রবতী বিষ্ণু, এস এম মাহবুবর রহমান, আঃ রাজ্জাক,খান আব্দুল জব্বার শিবলী,ফাতেমা ইয়াসমীন বুলু,হীরা বেগম,তানজিলা বেগম,সুমিত্রা হালদার,মাধুরী সরকার,ফিরোজা বেগম,রাবেয়া বেগম, খুরশিদা বেগম,রূপান্তরের মন্জুরুল ইসলাম ও গোলাম মোস্তফা।