খুলনার ডুমুরিয়ায় অভয়াশ্রমের মাছ ধরার অপরাধে ৫ ব্যক্তিকে জরিমানা করাছে ভ্রাম্যমান আদালত।
সোমবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার শোভনা ভদ্রা নদীর অভয়াশ্রমে মাছ শিকার কালে শোভনার আব্দুল মজিদ সরদার, সাত্তার সরদার, আল-আমিন সরদার, শেখ মফিজুল ,শেখ নজরুল ইসলামকে হাতে-নাতে ধরে সাজা হিসেবে ৫’শ টাকা করে জরিমানা করা হয়।
ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডাঃ সঞ্জীব দাস জানান, মাছ শিকারিদের মৎস্য আইন ১৯৫০ এর ৫ ধারায় ৫ জনকে মোট ২৫০০ টাকা জরিমানা করা হয়েছে। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আবু বকর সিদ্দিক বলেন, মৎস্য আইন অমান্যকারীদের কোন প্রকার ছাড় দেয়া হবে না, উপজেলা প্রশাসনের সহযোগিতায় মৎস্য সম্পদ রক্ষায় নিয়মিত প্রাকৃতিক জলাশয় ও বাজারে মোবাইল কোর্ট ও অভিযানের মাধ্যমে আইন অমান্যকারীদের বিরুদ্ধ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারি মৎস্য কর্মকর্তা চিত্তরঞ্জন পাল, ক্ষেত্র সহকারি এস এম সাদ্দাম হোসেন ও স্থানীয় মৎস্য সম্প্রসারণ কর্মী শংকর মন্ডল প্রমুখ।