যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকায় ছোট ভাইয়ের গুলিতে বড় ভাই খুন হয়েছে।পুলিশ খুনিকে অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য সহ আটক করেছে। ২৯ জুলাই সকাল সাড়ে ৯ টায় বেনাপোল পোর্ট থানাধীন কাগজপুকুর গ্রামে ঘটনাটি ঘটে।
জানা যায় পোর্ট থানার কাগজপুকুর গ্রামের মৃত ইদ্রিস আলীর ছোট ছেলে আমজাদ হোসেন (২৬), তার আপন বড় ভাই রাসেল হোসেন (৩২), কে গুলি করে হত্যা করে। পুলিশ খবর পেয়ে ভিকটিম কে উদ্ধার করে দ্রুত উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করে, হাসপাতালে আনা হলে কর্তব্যরত ডাক্তার ভিকটিম কে মৃত বলে ঘোষনা করেন।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মোঃ মামুন খান বিষটি জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে হাজির হয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার `নাভারণ’ সার্কেল জুয়েল ইমরান কে অবহিত করেন।
যশোর জেলার পুলিশ সুপার জনাব মুহাম্মদ আশরাফ হোসেন পিপিএম এর সার্বিক নির্দেশনায় সিনিয়র সহকারী পুলিশ সুপার নাভারণ সার্কেল জুয়েল ইমরান, ও বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মোঃ মামুন খানের নেতৃত্বে বেনাপোল পোর্ট থানার এসআই(নিঃ)/মোঃ রোকনুজ্জামান, এএসআই(নিঃ) মোঃ আলমগীর হোসেন ও সংগীয় ফোর্স সহ বেনাপোল পোর্ট থানাধীন সাদিপুর গ্রামের তকলিমুর রহমান এর পুকুর পাড়ে অভিযান চালিয়ে আমজাদ হোসেন কে আটক করে। এ সময় তার দেহ তল্লাশী করে তার প্যান্টের কোমরে গোজা অবস্থায় ০১ (এক)টি ৭.৬৫ বিদেশী পিস্তল, ৩ রাউন্ড গুলি, ১ টি বার্মিজ চাকু ও ৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
ধৃত আসামীর বিরুদ্ধে উক্ত থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।