খুলনা জেলা গোয়েন্দা পুলিশ কয়রা উপজেলা পল্লীতে অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
খুলনা জেলা গেয়েন্দা শাখার ইনচার্জ সেখ কনি মিয়ার নেতৃত্বে এসআই (নিঃ) রাজিউল আমিন সংগীয় অফিসার ও ফোর্স সহ মাদকদ্রব্য উদ্ধার ও অভিযান পরিচালনাকালে ২৯ জুলাই রাত সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে কয়রা থানাধীন আমাদী গ্রামস্থ আমাদী খেয়া ঘাটের যাত্রী ছাউনীর পশ্চিম পার্শ্বে ঢালাই রাস্তার উপর থেকে সাতক্ষীরা জেলার আশাশুনী থানার খাজুরা গ্রামের ইছাহাক সরদারের পুত্র মোঃ বায়েজিদ সরদারকে (২২)গ্রেফতার করে।
এসময় তার হেফাজত থেকে বাজার করার ব্যাগে রক্ষিত সাদা সচ্ছ পলিথিনে মোড়ানো ৫শ গ্রাম গাঁজা এবং তার পরিহিত লুঙ্গির ডান কোচড়ে গোজা ০১(এক) টি কালো রংয়ের এয়ারটাইট পলি প্যাকে রক্ষিত ১শ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখা, খুলনার এসআই/রাজিউল আমিন বাদী হয়ে আসামির বিরুদ্ধে কয়রা থানায় মাদক আইনে মামলা দায়ের করেন।