রূপসার ত্রাস নামে খ্যাত র্যাবের ক্রসফায়ারে নিহত সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল ওরফে মীনা কামাল ওরফে ফাটাকেষ্টর জানাযা নামাজ ৩০ জুলাই বাদ আসর বাগমারা দারুস সালাম জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
বিভিন্ন শ্রেনী-পেশার হাজার হাজার মানুষ জানাযার নামাজে অংশ গ্রহন করেন। তার মৃত্যুর খবর শোনার পর সকাল থেকেই তার বাসভবনে লোকজনের বেশ সমাগম ঘটতে দেখা যায়। লাশ বাড়িতে আসার সাথে সাথে মানুষের বাঁধভাঙ্গা ভীড় লক্ষ্য করা যায়। তার জানাযার নামাজের সময় তা জনসমুদ্রে রুপান্তরিত হতে দেখা যায়। জানাযা শেষে আল-আকসা গোরস্থানে পিতা-মাতার কবরের পাশে তার দাফন সম্পন্ন হয়।
উল্লেখ্য, বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে বাগেরহাটের রামপালের ভেকুটিমারি এলাকায় র্যাবের সাথে বন্দুকযুদ্ধে মীনা কামাল নিহত হয়। র্যাব-৬ অধিনায়ক রওশনুল ফিরোজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা ভোর ৪ টা ৫০ মিনিটে রামপালের ভেকুটিমারি এলাকায় অভিযানে যান। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা তাদের ওপর গুলি চালালে তারাও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে গুলিবিদ্ধ কামালকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে পিস্তল, গুলি, ছুরি ও বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। নিহত কামালের বিরুদ্ধে হত্যাসহ ২৫ টি মামলা রয়েছে।
খুলনার রূপসা উপজেলার ৩ নম্বর নৈহাটি ইউনিয়নের বাগমারা গ্রামের মরহুম মিনহাজ উদ্দিন ওরফে মিনা মৌলভির ছেলে মিনা কামাল। তিনি রূপসার নৈহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন।