খুলনা মহানগরীর মশিয়ালীর ট্রিপল মার্ডারে নিজের সম্পৃক্ততার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন অন্যতম আসামি জাফরিন শেখ।
সোমবার (৩ আগস্ট) খুলনা মেট্রোপলিটন আদালতের ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম জবানবন্দি রেকর্ড করেন। খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) কানাইলাল সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নগরীর খানজাহান আলী থানার (১৮ জুলাই) ১২নম্বর মামলায় তিন নম্বর আসামি জাফরিন শেখ সোমবার দুপুরে মেট্রোপলিটন আদালতে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। এতে নিজের দায় স্বীকার করেছেন তিনি।
এর আগে রোববার (২ আগস্ট) তার দেওয়া তথ্যমতে, নগর গোয়েন্দা পুলিশের একটি টিম হত্যাকাণ্ডে ব্যবহৃত দু’টি আগ্নেয়াস্ত্র, দু’টি তাজা গুলি ও তিন রাউন্ড ফায়ার্ড কার্তুজ উদ্ধার করে। তদন্ত কর্মকর্তা নগর গোয়েন্দা পুলিশ পরিদর্শক মো. এনামুল হক বলেন, এ মামলায় এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে তিন নম্বর আসামি জাফরিন শেখ নিজের দোষ স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাদের ব্যবহৃত দু’টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। মূল আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে মামলাটির তদন্ত কাজও এগিয়ে চলেছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত ১৬ জুলাই রাতে ইস্টার্ণগেটে নিরীহ গ্রামবাসীকে উদ্দেশ্যে করে অতর্কিত গুলি বর্ষণ করে স্থানীয় সন্ত্রাসী শেখ জাকারিয়া, মিল্টন ও জাফরীন এবং তাদের সহযোগীরা। গুলি তিনজন নিহত হন। পরে বিক্ষুবদ্ধ গ্রামবাসীর গণপিটুনিতে একজন নিহত হন। হত্যাকান্ডের ঘটনায় নিহত সাইফুল ইসলামের পিতা বাদী হয়ে খানজাহান আলী থানায় মামলা দায়ের করে যার নম্বর-১২, তারিখ-১৮/০৭/২০২০ খ্রি., ধারা. ১৪৭/১৪৮/১৪৯/ ৩২৩/৩২৬/৩০৭/৩০২/৩৪ পেনাল কোড। এ মামলায় এজাহারনামীয় চারজন আসামীকে গ্রেফতার করলেও মূল আসামী শেখ জাকারিয়া ও মিল্টন সহোদরকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।