দিঘলিয়া উপজেলার নবাগত নির্বাহি অফিসার মাহাবুবুর আলম এর সাথে দিঘলিয়ার সামাজিক সংগঠন আলোর মিছিলের সাথে এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
৫ আগষ্ট বেলা ১১ টায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের আহবায়ক মোঃ রবিউল ইসলাম রাজীব, সদস্য সচিব নাহিদ জুম্মান জেড,আজিবন সদস্য শেখ তারেখ,আঃ ছালাম,সাংবাদিক শেখ মনিরুল ইসলাম,সাংবাদিক কিশোর কুমার, সাংবাদিক মোড়ল মনিরুল ইসলাম,মোল্যা মাকছুদ,আবছারুল্লাহ হক হিরু,সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময়ে বক্তারা বলেন পরিবেশ জলবায়ু জীব বৈচিত্র এ নিয়ে আমাদের চলমান আন্দোলন। এছাড়াও চলমান আন্দোলেনর অংশ বিশেষ হিসেবে সেনহাটি নাককাটী খাল উদ্ধার সহ দিঘলদ্বীপ দিঘলিয়াকে প্রাকৃতিক রুপে সাজানো। সবশেষে সংগঠনের পক্ষথেকে ইউ এন ও স্যার কে দুইটি ফুলের গাছ উপহার দেন।